×

সারাদেশ

বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০১:৪৪ পিএম

বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ১২

ফাইল ছবি

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৮৯১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ১৩ জুলাইয়ের প্রতিবেদনে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮শ ৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তথ্যমতে, সর্বশেষ শনাক্তের মধ্য দিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭শ ৭৮ জনে। একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে ১ জন, ভোলায় ১ জন এবং ঝালকাঠিতে একজনসহ মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৬ হাজার ৭শ ৭৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App