×

জাতীয়

খুঁজে পাওয়া যাচ্ছে না স্বজন, করোনায় মৃতের লাশ মর্গে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৩:৪৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মহাসিন (৪৮) নামে রোগীর মৃত্যুর পর থেকে তার স্বজনদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। কোনো স্বজন না পাওয়ায় মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে নতুন ভবনের করোনা ইউনিটে ৮০১ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় করোনা ওই রোগী মারা যান।

হাসপাতালটির নতুন ভবনের (করোনা ইউনিট) ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, শনিবার বিকেলে ফারুক নামের এক ব্যক্তি সহ দুইজন ওই রোগীকে করোনা ইউনিটে ভর্তি করায়। তার করোনা পজিটিভ রিপোর্টও দেখায় তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রোগীটিকে ভর্তি করানোর পরপরই ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আর পাওয়া যাচ্ছিল না। হাসপাতালে ভর্তি ফাইলে ফারুক নামের এক ব্যক্তির একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নতুন ভবনের করোনা ইউনিটে এক রোগী মারা গেছে। মৃত্যুর পরে তার স্বজনদের কোন খোঁজ পাচ্ছে না। রোগীর ভর্তির ফাইলে ঠিকানা লেখা আছে মিরপুর দারুস সালাম এলাকার নাম। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App