×

স্বাস্থ্য

আগস্ট নাগাদ ১ কোটি ২৯ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১১:৫৩ পিএম

আগস্ট নাগাদ ১ কোটি ২৯ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

আগামী আগস্ট মাসের শেষ নাগাদ প্রায় ১ কোটি ২৯ লাখ টিকা আসবে দেশে। এর মধ্যে ২৯ লাখ এ্যাসট্রাজেনিকা, ৪০ লাখ সিনোফার্ম ও ৬০ লাখ জনসন এন্ড জনসন।

সোমবার (১৯ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্হ্য মন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার ৩০ লাখ ডোজ টিকা গ্ৰহন শেষে তিনি এ কথা জানান।

কোভ্যাক্সের আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দেশে পৌঁছে রাত সোয়া নয়টার পর। টিকা বহন করা বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানবন্দ‌রে টিকাগু‌লো গ্রহণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

সন্ধ্যায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটের শিডিউল বদলের কারণে টিকা দেরিতে পৌঁছেছে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App