×

জাতীয়

মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারি বরখাস্ত 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৬:০৩ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর অনুষ্ঠানে মাক্স না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজি কর্মচারি মো. জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করে বিআইডব্লিউটিসি। নৌ-মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ জুলাই বৃহস্পতিবার নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি মাঝারি আকারের ফেরি  'কদম'ও 'কুঞ্জলতা' উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পালন করলেও জাকির হোসেনকে নামে ওই কর্মচারী মাস্ক পরেননি। এক টেলিভিশন ফুটেজে বিষয়টি ধরা পড়ে। মাস্ক না পড়ায় উপস্থিত প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি ও চেয়ারম্যানসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা হয়। এটি সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল ও সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App