×

সারাদেশ

পানছড়িতে আঞ্চলিক আধিপত্য বিস্তারে ইউপিডিএফের একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০২:২৮ পিএম

পানছড়িতে আঞ্চলিক আধিপত্য বিস্তারে ইউপিডিএফের একজনের মৃত্যু

প্রতীকি ছবি

জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৮ জুলাই ২০২১ ইং রবিবার সকাল পোনে ৯ টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠন গুলোর আধিপত্য বিস্তারে মুখোমুখি সংঘর্ষে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সে একই এলাকার পদ্মীনি পাড়ার অলিন মোহন ত্রিপুরা ছেলে। সে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলো। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছায় তবে কাউকে আটক করতে পারেনি।

নিহতের ভাই বিবলাল ত্রিপুরা জানায়, সে এক সময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলো। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলা ব্যবসা করতো। তার দুটি ছেলে আছে। সুমন জয় ত্রিপুরা পঞ্চম শ্রেণীর ও দুকসম ত্রিপুরা ১০ ম শ্রেণীর ছাত্র।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক প্রেস বিবৃতিতে মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামে ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দল সমূহের আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। লাশ সুরত হালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App