×

শিক্ষা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা তিন বছর করায় প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৮:৪১ পিএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা তিন বছর করায় প্রতিবাদ

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে তিন বছর করায় শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতী উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

রবিবার (১৮ জুলাই) এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে স্মারকলিপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে পাঠানো হয়।

এতে বলা হয়, নির্মাণ কাজে জনগণকে জিম্মি করার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ) ২০২০ এর আপত্তিকর সজ্ঞা ও ধারা, উপধারা সমূহের সংশোধনসহ পেশাগত সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা মো. এ টি এম গোলাম মোস্তফা, শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ ইউসুফজাই, সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও আইডিইবির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহবায়ক জনাব মেহেদি হাসান এবং সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম মোল্লা।

এছাড়া বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি সাধারণ সম্পাদকসহ শতাধিক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App