×

খেলা

টেলরকে হারিয়ে চাপে জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৩:৪৮ পিএম

টেলরকে হারিয়ে চাপে জিম্বাবুয়ে

উইকেট শিকারের পর সতীর্থদের সঙ্গে উদযাপনে মেহেদী হাসান মিরাজ

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ রবিবার দ্বিতীয় ওযানডে ম্যাচে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। টাইগার বোলারদের সামনে পাত্তাই পাচ্ছে না স্বাগতিক ব্যাটসম্যানরা। দলীয় ১১১ রানে অধিনায়ক বেন্ডন টেলরকে হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। তিনি ব্যক্তিগত ৪৬ রানে শরিফুলের বলে হিট উইকেটে আউট হয়ে সাজঘরে ফিরেন।

শরিফুলের লেন্থ বল আপার কাট করতে চেয়েছিলেন টেলর। ব্যাট-বলের টাইমিং হয়নি তাই এরপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করেন। বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন। দুই অনফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান।

টিভি রিপ্লে দেখে টেইলরকে আউট দেন আম্পায়ার। শরিফুল পেয়ে যান প্রথম উইকেট। জিম্বাবুয়ে হারাল চতুর্থ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করছে জিম্বাবুয়ে। উইকেটে অপরাজিত আছেন মেয়াস ১৮ এবং ওয়েসলে ৬ রান।

এর আগে ২ উইকেট হারানোর পর চাকাভা ও ব্রেন্ডন টেলর জুটি দাঁড়িয়ে যাচ্ছিল। চাপ কাটিয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ালেন সাকিব। প্রয়োজনের সময় দরকারি ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি স্পিনার। চাকাভাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি। আউট হবার আগে জিম্বাবুয়ের উইকেটরক্ষক করেন ২৬ রান। চাকাভার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।

এছাড়া ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন তামিম ইকবাল। পঞ্চম বলেই পান সাফল্যের দেখা। তাডিওয়ানাশে মারুনামিকে বোল্ড করে ফেরান সাজঘরে। সুইং করে ভেতরে ঢোকা বল তাডিওয়ানাশের উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৩ রান করেন তাডিওয়ানাশে।

এর আগে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনর হাতে ধরা পড়েন স্বাগতিক ওপেনার টিনাশে কামুনহুকামওয়ে। ফেরার আগে মাত্র ১ রান করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App