×

খেলা

টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা ও অবিশ্বাস্য ক্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০২:৩৯ পিএম

টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা ও অবিশ্বাস্য ক্যাচ

ফ্যাবিয়ান অ্যালেনের অবিশ্বাস্য ক্যাচ।

আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব কতটা, তা বোঝা গেল আরও একবার। ক্রিকেটে ফিটনেস এবং ফিল্ডিংয়ের মান কার্যত আকাশ ছুঁয়েছে, তা আরও একবার প্রমাণ করলেন ফ্যাবিয়ান অ্যালেন।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবিশ্বাস্য ক্যাচ ধরেন অ্যালেন। ক্যাচটি দেখার পর ক্রিকেটপ্রেমীদের প্রাথমিক প্রতিক্রিয়া, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম সেরা ক্যাচ। খবর হিন্দুস্তান টাইমসের।

ইনিংসের দশম ওভারের হেডেন ওয়ালসের নিতান্ত একটা খারাপ ডেলিভারিতে উইকেট দেন ফিঞ্চ। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফুলটস করেন তিনি। ফিঞ্চ তুলে মারার চেষ্টা করলেও ঠিক মতো কানেক্ট করতে পারেননি। অ্যালেন লং অন বাউন্ডারির দিতে দৌড়ে গিয়ে শূন্য ঝাঁপিয়ে বাঁ-হাতে ক্যাচ ধরেন ফিঞ্চের।

ফিঞ্চ দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে আউট হন। অস্ট্রেলিয়া শেষমেশ ম্যাচ হারে ১৬ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলে। এভিন লুইস ৭৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৮৩ রানে আটকে যায়। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

https://twitter.com/news_mitchell/status/1416216758676037635?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1416216758676037635%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Fwi-vs-aus-fabian-allen-takes-brilliant-catch-to-dismiss-aaron-finch-in-st-lucia-31626544342117.html

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App