×

জাতীয়

গরুর হাট থেকে অপহৃত শিশু দুদিন পর উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০১:২১ পিএম

গরুর হাট থেকে অপহৃত শিশু দুদিন পর উদ্ধার

রবিবার গরুর হাট থেকে শিশু অপহরণকারী মো. রবিনকে আটক করেছে র‌্যাব।

গরুর হাট থেকে অপহৃত শিশু দুদিন পর উদ্ধার

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী

রাজধানীর হাজারীবাগ গরুরহাট থেকে জুবায়ের আহম্মেদ ওরফে জুব নামে ১২ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী মো. রবিনকে (৩১) গ্রেপ্তার করা হয়। রবিবার (১৮ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-২ এর এএসপি মিডিয়া ফজলুল হক।

তিনি আরও জানান, গত ১৫ জুলাই রাজধানীর হাজারীবাগ গরুরহাট এলাকা থেকে জুবায়ের আহম্মেদ ওরফে জুব নামে এক শিশুকে কয়েকজন অপহরণকারী মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। কিছু সময় পর ভিকটিমের বাবার মোবাইলে বিভিন্ন নম্বর থেকে কল করে ছেলের মুক্তিপন দাবি করে। হুমকিও দেয় মুক্তিপনের টাকা না দিলে ছেলেকে হত্যা করে লাশ গুম করে ফেলার। ভয়ে শিশুটির বাবা মুক্তিপন হিসেবে বিকাশে ও নগদে টাকা পাঠালেও তারা ভিকটিমকে ছেড়ে না দিয়ে মুক্তিপন হিসেবে আরো টাকা দাবি করে।

পরবর্তীতে র‌্যাব-২ এর বরাবর একটি অভিযোগ করে অপহৃতের বাবা। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মো. রবিনকে আটক করা হয়।

পরে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আলী নগর এলাকার একটি বাসা হতে ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভিকটিমকে অপহরণ করে আটক রেখে মুক্তিপনের টাকা দাবির কথা স্বীকার করে। আসামি আরও স্বীকার করে যে, সে সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য। সে তার অন্যান্য সহযোগীর সহায়তায় ভিকটিমকেকে রাজধানীর হাজারীবাগ গরুরহাট থেকে জোরপূর্বক অপহরণ করে কামরাঙ্গীরচর ভাড়া বাসায় আটক করে রাখে। ভিকটিমকে মারধর করে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App