×

খেলা

এবার টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০১:০৯ পিএম

এবার টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে টসের একটি মূহুর্ত।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার (১৮ জুলাই) কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের দলপতি ব্রেন্ডন টেলর। স্বাগতিকদের বিপক্ষে বোলিং করবেন তামিম বাহিনী।

আজ জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। আগামী মঙ্গলবার (২০ জুলাই) তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলে বেন্ডন টেলর বাহিনীকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে সক্ষম হবে টাইগাররা। আজকের ম্যাচটি তামিম বাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচ জিতে তিনে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে দুই নম্বরে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৬জুলাই) জিম্বাবুয়েকে হারিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে তামিম বাহিনী। আজ জিতলে আরও ১০ পয়েন্ট যোগ হবে টাইগারদের নামের পাশে। তবে পয়েন্ট তালিকায় বাংলাদেশের উপরে আছে কেবলমাত্র ইংল্যান্ড। এ দলটি ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আর ১০ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। তাই জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইওয়াশ করতে পারলে বাংলাদেশ ৮০ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে। তাই আজ দুদলের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App