×

সারাদেশ

ঈদুল আজহায় ৬ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৯:৫৫ পিএম

ঈদুল আজহায় ৬ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ছবি: ভোরের কাগজ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ঈদ উপলক্ষে সোমবার (১৯ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়ে স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় আমদানি-রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App