×

সারাদেশ

রাজশাহী মেডিকেল করেনায় একদিনে আরো ১৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৯:৩৮ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৬ জন। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৮ জন। আর বাকি ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং দুইজন জন মারা গেছেন করোনা নেগেটিভ থাকার পরও। মৃতদের মধ্যে রাজশাহীরই ৯ জন। পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন দুইজন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫২৭। এদের মধ্যে ২৫৮ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা রয়েছে ৪৫৪ টি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App