×

আন্তর্জাতিক

কলকাতায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১১:৪৪ পিএম

কলকাতায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি

কলকাতা শহর

করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত পুরো ভারত। বাদ যায়নি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গও। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রায়ই কাটিয়ে উঠতে পেরেছে করোনার প্রকোপ। সাড়ে তিন মাস পরে কলকাতায় প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে শূন্যে।

শনিবার (১৭ জুলাই) করোনা আক্রান্ত হয়ে কলকাতায় কেউ মৃত্যুবরণ করেনি। যদিও রাজ্যের দুই প্রান্তে করোনা সংক্রমণের চেহারা দু’রকম। আপতত দুশ্চিন্তা বাড়ছে উত্তরের বড় শহরগুলো নিয়ে। এদের মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে দার্জিলিং।

আনন্দবাজার পত্রিকা জানায়, দার্জিলিং-এ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ জন। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ১৭ হাজার ৩৮০ জনে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। এর মধ্যে দু’জন নদিয়ার বাসিন্দা, দু’জন পশ্চিম বর্ধমানের, তিনজন হুগলির ও একজন উত্তর ২৪ পরগনার। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৮ জনে। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৩ জনে। সংক্রমণের হার নেমে এসেছে ১ দশমিক ৫৫ শতাংশে।

ভারতে সর্বোপরি ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় দিন দিন কমেছে সংক্রমণ এবং মৃত্যুহার। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতে প্রায় ৪ লাখ ১৩ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App