×

আন্তর্জাতিক

করোনার উৎস জানতে চীনের ল্যাবগুলো পরিদর্শন করা জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০১:৫৬ পিএম

করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দ্বিতীয় পর্যায়ে চীনে আরও গবেষণা এবং ল্যাব ‘অডিট’অন্তর্ভুক্ত করতে হবে। শুক্রবার (১৭ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ কথা জানায়।

সদস্য দেশগুলোর রুদ্ধদ্বার বৈঠকে হু’র প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসিস বলেন, তদন্তের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ল্যাব ‘অডিট’।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকার সংশ্লিষ্ট ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো অবশ্যই ‘অডিট’ করতে হবে।

এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ লাখ ৯২ হাজার ১১৬ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৩ লাখ ১৬ হাজার ৩১৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App