×

খেলা

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৩:১১ পিএম

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ব্যাটিংয়ে নেমে এক পাশ আগলে রেখেছেন লিটন দাস। ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। একে একে চার উইকেট হারিয়ে বিপদে টাইগাররা। দলীয় শূন্যরানে ৭ বল খেলে আউট হন তামিম ইকবাল। এরপর একে একে সাকিব, মিথুন ও মোসাদ্দেক আউট হন। তবে ওপেনিংয়ে নামা লিটন দাস একপাশ আগলে রাখেন। সর্বশেষ ৬২ বলে ৩৫ রান করেন তিনি। তার সঙ্গে এখন জুটি বেঁধেছেন মাহমুদউল্লাহ।

আউট হওয়ার আগে ২৫ বলে ১৯ রান করেন সাকিব, ১৯ বলে ১৯ করেন মিথুন এবং ১৫ বলে ৫ রান করেন মোসাদ্দেক। মাহমুদউল্লাহ ১৬ বলে ৬ রানে অপরাজিত।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ ওভারে চার উইকেট হারিয়ে ৯০ রান করেছে বাংলাদেশ।

এই ম্যাচে নেই তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি চোটে আক্রান্ত। দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে না পেলেও সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বাংলাদেশ অধিনায়ক। গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ ম্যাচ জিতেছি আমরা, তবে আমাদের লড়াই করতে হয়েছে। এমন না যে গেলাম আর জিতলাম। এমনও পরিস্থিতি ছিল, লড়াই করে সেসব জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এখানে ভিন্ন চ্যালেঞ্জ। এর আগে ১৬ ম্যাচ ছিল দেশের মাটিতে।’ সতর্ক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়েতে বোলাররা সকালে শুরুতে সুবিধা পাবে, বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে প্রথম এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এটি হচ্ছে ৭৬তম ওয়ানডে। দুদল এর আগে ৭৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা ভারী টাইগারদের দিকেই। রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জিতেছে ৪৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ২৮ ম্যাচে। দুদলের এ লড়াইয়ে ক্রিকেটপ্রেমীরা নজর রাখতে পারেন তামিম ইকবাল, ব্রেন্ডন টেইলর ও সাকিব আল হাসানের দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ ওয়ানডেতে তামিমের সংগ্রহ এক হাজার ৬৮৪ রান।

অন্যদিকে ৫৩ ম্যাচে টেইলর বাংলাদেশের বিপক্ষে করেছেন এক হাজার ৪১০ রান। সাকিবের ৪৫ ম্যাচে রান এক হাজার ৪২৩। বোলিংয়ে সাকিব সবার থেকে এগিয়ে। তার শিকার ৭৪ উইকেট।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App