×

খেলা

'চারটি বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনাকে ছুঁতে পারবে না মেসি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৯:২৬ এএম

কিছুদিন আগেই দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। খবর আনন্দবাজার পত্রিকা।

তবে এতকিছু সত্ত্বেও তার দেশের কোনো কোনো মানুষকে তিনি খুশি করতে পারছেন না। এক প্রাক্তন ফুটবলার বলেই দিলেন, মেসি পরপর চার বার বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনার ধারে কাছে আসতে পারবেন না।

১৯৭৮-এ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মারিও কেম্পেস। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, মেসির দুর্ভাগ্য যে ওকে প্রতিনিয়ত মরাডোনার সঙ্গে তুলনা করা হয়। দিয়েগোকে ছাপিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে ভালবাসা গোটা বিশ্বজুড়ে ও পেয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।

কেম্পেসের সংযোজন, মেসি যদি ম্যারাডোনারকে ছাপিয়ে যেতে চায়, তাহলে সেটা কোনো দিনই সম্ভব হবে না। ও যদি টানা চারটে বিশ্বকাপ জিতে তাহলেও নয়। মনে রাখবেন, ও কিন্তু এখনও বিশ্বকাপ জিতেনি। যতগুলি খেতাব জিতুক বা যে কয়টা ম্যাচে জিতুক, দিয়েগো যা করেছে তার সঙ্গে কোনো দিনই তুলনা চলে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App