×

খেলা

ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০১:০৯ পিএম

ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে ট্রফি নিয়ে দুই অধিনায়ক তামিম ইকবাল ও বেন্ডন টেইলর

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শুক্রবার (১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। এদিন টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। আর কিছুক্ষণ পর ব্যাট হাতে মাঠে নামবে তামিম বাহিনী।

এছাড়া আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এটি হবে ৭৬তম ওয়ানডে। দুদল এর আগে ৭৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা ভারী টাইগারদের দিকেই। রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জিতেছে ৪৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ২৮ ম্যাচে। দুদলের এ লড়াইয়ে ক্রিকেটপ্রেমীরা নজর রাখতে পারেন তামিম ইকবাল, ব্রেন্ডন টেইলর ও সাকিব আল হাসানের দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ ওয়ানডেতে তামিমের সংগ্রহ এক হাজার ৬৮৪ রান।

অন্যদিকে ৫৩ ম্যাচে টেইলর বাংলাদেশের বিপক্ষে করেছেন এক হাজার ৪১০ রান। সাকিবের ৪৫ ম্যাচে রান এক হাজার ৪০৪। বোলিংয়ে সাকিব সবার থেকে এগিয়ে। তার শিকার ৭৪ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App