×

খেলা

আইসিসি কর্তৃক টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৫:৫৭ পিএম

আইসিসি কর্তৃক টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর গ্রুপ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবশ্য বাংলাদেশকে এই আসরের মূলপর্বে খেলতে হলে পাড়ি দিতে হবে কিছু জটিল পথ।

প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে গ্রুপ 'বি' তে। আর এই প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারলে তবেই মিলবে চূড়ান্ত বা সুপার টুয়েলভ পর্বের টিকিট।

দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে খেলবে ৮টি দল। বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ প্রথম রাউন্ডে খেলবে আইসিসির সহযোগী দেশগুলো।

বাংলাদেশের জায়গা হয়েছে এই পর্বের গ্রুপ 'বি' তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। গ্রুপ 'এ' তে রয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের সঙ্গী আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল করে মোট চার দল খেলবে সুপার টুয়েলভ পর্ব।

অন্যদিকে সুপার টুয়েলভেও থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার আপ।

একইসঙ্গে গ্রুপ ২ এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গী হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার আপ। সেক্ষেত্রে আশানুরূপ খেলতে পারলে চূড়ান্ত পর্বে টাইগারদের খেলতে হবে গ্রুপ ২-এ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সমূহ

প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রিপ ‘বি’ : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

সুপার টুয়েলভ

গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার-আপ

গ্রুপ-২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার-আপ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App