×

জাতীয়

বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগী খোঁজার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৩:০৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণেআরও বাড়লে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। জেলা উপজেলা পর্যায়ে আইসোলেশন বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রায় ৭ হাজার বেডের ব্যবস্থা হবে। সেই সঙ্গে ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত রোগী খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) চত্ত্বরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালের কোভিড আইসিইউ ও বর্হি বিভাগ (ওপিডি) শেড শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় আগামী ১০ দিনের মধ্যে ২৯ লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা দেশে আসছে। প্রান্তিক পর্যায়ে যারা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না ভবিষ্যতে তাদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেই ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App