×

জাতীয়

তাসখন্দে মোমেন-জয়শঙ্কর বৈঠকে সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৮:৫৪ পিএম

তাসখন্দে মোমেন-জয়শঙ্কর বৈঠকে সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

উজবেকিস্তানে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেশটির রাজধানী তাসখন্দে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া কানেক্টিভিটি সম্মেলনের সাইড লাইনে ওই বৈঠক হয়।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজেই টুইট বার্তায় লেখেন- তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাতে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি পর্যালোচনায় এটি একটি অসাধারণ সুযোগ, যার মধ্যে যোগাযোগ-কানেক্টিভিটি সম্পর্কিত দিকগুলোও ছিল।

দিল্লির বিদেশমন্ত্রী তার সংক্ষিপ্ত বার্তায় ‘সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা’র যে ইঙ্গিত দিয়েছেন তার ব্যাখ্যায় ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে সম্পর্কের চলমান ইস্যুগুলো আলোচনায় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App