×

স্বাস্থ্য

টিকা নিতে ১ কোটি মানুষের নিবন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১১:০৬ এএম

করোনাভাইরাসের টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে দেশের এক কোটি মানুষ নিবন্ধন করেছেন। বুধবার (১৫ জুলাই) রাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এরপর রাত নাগাদ বাকি নিবন্ধন সম্পন্ন হয়।

করোনাভাইরাসের টিকা নিতে গত ২৬ জানুয়ারি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকাদান কর্মসূচি।

টিকার মজুত কম আসায় ৮ জুন থেকে টিকার নিবন্ধনপ্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর জুন মাসের শেষ দিকে আবার শুরু হয় টিকার নিবন্ধন কার্যক্রম।

শুরুতে ৫৮ লাখ ২০ হাজারের বেশি মানুষকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৫ হাজার ২১৮ জন।

দ্বিতীয় দফায় নিবন্ধনকারীরা চীনের সিনোফার্মের টিকা এবং যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার–বায়োএনটেকের করোনার টিকা পাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App