×

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ না চলালে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:৫৪ পিএম

স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে লঞ্চ, ফেরি ও স্টিমারসহ জলযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভার শুরুতে এসব কথা বলেন। এর আগে সকালে সদরঘাটে ঢাকা নদীবন্দর পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মানার জন্যই এর আগে লঞ্চের ডেক ও চেয়ারে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। তাই এ বিষয়ে আমরা খুব কঠোর থাকব। লঞ্চের ডেকে নির্ধারিত মার্কিং মেনে যাত্রীদের বসতেও এ সময় আহ্বান জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাস বা ট্রেনের ক্ষেত্রে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন। তারপরও আমরা ডেকে ‘মার্কিং’করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখান তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর একদিনের মধ্যে রাজধানীতে ফেরার ক্ষেত্রে নৌপথে ফিরতি চাপটা কম হবে। কারণ, কলকারখানা ছুটি থাকবে। বেশিরভাগ মানুষ ঢাকাতেই থাকবে। আর যারা গ্রামে যাবে তারা ছুটিতে থাকবে। সবার সহযোগিতায় এসব চাপ মোকাবিলা সম্ভব হবে।

সভায় নৌমন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App