×

সাহিত্য

বাংলা একাডেমিতে যোগদান করলেন কবি নূরুল হুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৪:০৬ পিএম

বাংলা একাডেমিতে যোগদান করলেন কবি নূরুল হুদা

ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় কবি মুহম্মদ নূরুল হুদাকে।

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করলেন কবি মুহম্মদ নূরুল হুদা। আগামী তিন বছরের জন্য একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন নূরুল হুদা।

মঙ্গলবার (১৩ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর বুধবার (১৪ জুলাই) সকালে তিনি বাংলা একাডেমিতে আসেন।

এ সময় একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩-এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

গত ২৪ মে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাংলা একাডেমির ডিজি হাবীবুল্লাহ সিরাজীর। এর পর থেকে একাডেমির সচিব এএইচএম লোকমান ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালীতে জন্মগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নের সময় সাহিত্য অঙ্গনে প্রভাব ফেলতে শুরু করেন তিনি। পরে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পান। কর্মজীবনে জার্মানি, জাপান, হাওয়াই, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পেইচিং, শ্রীলঙ্কা, তুরস্ক প্রভৃতি দেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। পেয়েছেন নানা সম্মাননা।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার। মুহম্মদ নূরুল হুদা কবিতার পাশাপাশি লিখেছেন উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কাব্যনাট্য ও গান। তিনি ২০১৫ সালে পান একুশে পদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App