×

রাজধানী

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলবে: শেখ তাপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:৩৫ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলবে: শেখ তাপস

আজ বুধবার ডিএসসিসির ৩৬ নং ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছবি: ভোরের কাগজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমাদের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা ভ্রাম্যমাণ আদালত চালিয়েছি। এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব দিয়েছি। বর্তমানে আমাদের নয়টি ভ্রাম্যমাণ আদালত চলছে। যার ফল পেতে শুরু করেছি। মঙ্গলবার যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে। আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারব এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ হতে মুক্ত হতে পারব।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার ডিএসসিসির ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ আয়োজন ও আদায়ের অনুরোধ করেন।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানোর পাশাপাশি বছরব্যাপী চলমান থাকার কথা জানিয়ে শেখ তাপস বলেন, ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমরা আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করেছি। এবার যেহেতু বৃষ্টি অনেক বেশি, তাই ডেঙ্গুর প্রকোপ গতবছরের চেয়ে একটু বেড়েছে। সামগ্রিকভাবে ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি আমাদের আছে। ২০১৮ ও ১৯ সালের চেয়ে ডেঙ্গু এখনো অনেক নিয়ন্ত্রণে আছে।

এরপর মেয়র ৩৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা, ৩১ ও ৩৩ নং ওয়ার্ডের আগাসাদেক সড়কে জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কার কাজ পরির্দশন করেন। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App