×

সারাদেশ

ডুমুরিয়ায় ছাগল পালন করে স্বাবলম্বী আবু তাহের খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৫:৪৬ পিএম

ডুমুরিয়ায় ছাগল পালন করে স্বাবলম্বী আবু তাহের খান

বাড়িতে রেখে প্রথম বছর পালন করেই একটি বাচ্চা ১লক্ষ ১৩হাজার টাকা বিক্রয় করেন তিনি। ছবি: ভোরের কাগজ

খুলনার ডুমুরিয়ায় বিদেশী হরিয়ানা ও নেপালি ছাগল পালন করে স্বাবলম্বী আবু তাহের খান। তিনি ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের রাশেদ আলী খানের পুত্র।

আবু তাহের জানায়, তিনি ২০১৮ সালে বাইরে থেকে বিদেশী হরিয়ানা ও নেপালি ছাগলের জাত সংগ্রহ করেন। সেই জাত থেকে বর্তমানে মোট ১২টি মা ছাগল রয়েছে। তার মধ্যে ৩টি ছাগল গত জুন মাসে ৮টি বাচ্চা দিয়েছে। গত মাসে ৮টি বাচ্চার মধ্যে ১টি বাচ্চা ২০হাজার টাকা বিক্রয় করেছেন। বাকী ৭টি বাচ্চা ছাগল বিক্রয়ের অপেক্ষায় আছেন। গত ৩ বছরে এভাবে বাচ্চা বিক্রয় করে অনেক লাভবান হয়েছেন তিনি।

এছাড়া গত বছর তিনি একটি বাচ্চা বাড়িতে রেখে প্রথম বছর পালন করে বাগেরহাটে এক ব্যক্তির কাছে ১লক্ষ ১৩হাজার টাকা বিক্রয় করেছিলেন। এভাবে যদি তিনি ছাগল পালন করতে পারেন তাহলে তাকে উপার্জনের জন্য অন্য কোন কাজ করা লাগবে না। এই ছাগল পালন করেই তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন বলে আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App