×

জাতীয়

অরক্ষিতভাবে সিনোফার্মের টিকার বক্স পরিবহনের ছবি ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:১৮ পিএম

অরক্ষিতভাবে সিনোফার্মের টিকার বক্স পরিবহনের ছবি ভাইরাল

সিনোফার্মের টিকা অরক্ষিতভাবে পরিবহনের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অরক্ষিতভাবে সিনোফার্মের টিকার বক্স পরিবহনের ছবি ভাইরাল

সিনোফার্মের টিকা অরক্ষিতভাবে পরিবহনের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

চটগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিতভাবে করোনার টিকার কয়েকটি শীতল বক্স বহনকারী অটোরিকশার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সোমবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে টিকাগুলো বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় এ ছবিটি ক্যামেরায় ধরা পড়ে। ছবিতে দেখা যায়, অটোরিকশার পিছনে একটি শীতল বাক্স বাঁধা এবং অন্য বাক্সের একটি অংশ যানবাহনের বাইরে। সূত্র জানায়, সিনোফার্মের টিকার শীতল বক্সগুলো সংগ্রহ করতে এই অটো-রিকশাটি সিভিল সার্জন অফিসে পাঠায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি অ্যাম্বুলেন্স এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা সংগ্রহের জন্য একটি পিকআপ ভ্যান পাঠিয়েছে। কেন ভ্যাকসিনের বক্সগুলি ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত উপায়ে পরিবহন করা হচ্ছে- জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মো. সাইফুদ্দিন বলেন, খালি বক্সগুলো সিএনজির বাইরে ছিলো। দুইটি বক্সে করে টিকা এসেছে। সেগুলো সিএনজির ভেতরে সুরক্ষিতভাবে ছিল। সোমবার দেশের উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকার মধ্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২ জুলাই চীন থেকে মোট ২০ লাখ সিনোফাির্মের টিকা দেশে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App