×

পুরনো খবর

জবিতে ১০ আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৫:০০ পিএম

দেশে করোনা সংক্রমণের হার না কমায় ১০ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পরে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। এখন করোনার যে অবস্থা এর মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া সম্ভব না। তাই এই সিদ্ধান্ত।

এ সময় উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষার ফি পরিশোধ করতে পারবে। কোনো ধরনের বিলম্ব ফি অর্থাৎ জরিমানা দিতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App