×

সারাদেশ

গুরুদাসপুরে চারটি শক্তিশালী তাজা বোমা নিষ্কীয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:২৮ পিএম

গুরুদাসপুরে চারটি শক্তিশালী তাজা বোমা নিষ্কীয়

বোমা পরীক্ষা করছে নিষ্ক্রীয়কারী দল। ছবি: ভোরের কাগজ

গুরুদাসপুর পৌরসদরের উত্তরনাড়িবাড়ি মোড়ে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া চারটি তাজা বোমা নিষ্ক্রীয় করা হয়েছে। ঢাকা থেকে আসা র‌্যাবের বোম নিষ্ক্রীয়কারী দল সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে নাড়িবাড়ি বিলে ওই বোমা চারটি নিষ্ক্রীয় করে। এসময় বিকট শব্দ হয়েছে। সকাল থেকেই এলাকায় আতংক বিরাজ করছিল।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস রাজ্জাক জানান, সোমবার ভোরে নাড়িবাড়ির স্থানীয় বাসিন্দারা পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি ওজনের চারটি বোমা পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বে পাঠায়।

ওসি জানান, বোমা পাওয়ার বিষয়টি তিনি প্রথমে নাটোরের পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার রাজশাহী র‌্যাবের বোমা নিষ্ক্রীয় দলকে খবর দেন। র‌্যাব- ৫ এর রাজশাহীর বোমা নিষ্ক্রীয়কারী বিশেষজ্ঞ দলটি মেজর মশিউর ও মেজর আরিফের নেতৃত্বে প্রাথমিকভাবে পরীক্ষার পর জানতে পারেন বোমাগুলো শক্তিশালী। এ কারণে বোমা নিষ্ক্রীয় করার জন্য সকালেই র‌্যাবের ঢাকার বোমা নিষ্ক্রীয়কারী দলকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, র‌্যাবের ঢাকা বোমা নিষ্ক্রীয়কারী দলটি বিকাল ৪টা থেকে বোমা নিষ্ক্রীয় করার কাজ শুরু করেন। এক পর্যায়ে এলাকায় মাইকিং করে ১ কিলোমিটারের মধ্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাবের ঢাকার দলটি বোমাগুলো নিষ্ক্রীয় করে।

এর আগে পলিথিনে লাল টেপে মোড়ানো বোমার সাথে ছোট্ট কাগজে একটি চিরকুট ছিল। তদন্তের স্বার্থে চিরকুটের ব্যপারে পুলিশ কিছু জানায়নি। তবে বোমাগুলো কারা কোথায় ব্যবহারের জন্য রেখেছেন তা জানা যায়নি।

সকালেই ঘটনাস্থলে আসেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, গুরুদাসপুর সিংড়া সার্কেল সহকারী পুলিশ সুপার জামিল আকতার ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি খোলাসা করবেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App