×

সারাদেশ

গাইবান্ধায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:৩০ পিএম

গাইবান্ধায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সোমবার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলায় দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে পিকআপ গাড়িটি। এ ঘটনায় নিহত হয়েছেন দুই যাত্রী। ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদুরে ফাঁসিতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই যাত্রী নিহত হন।

নিহত দুই যাত্রী হলেন ঢাকার ধামরাইয়ের এনায়েত উল্লার ছেলে আবদুল কুদ্দুস (৬০) এবং ঢাকার সাভারের ময়েজ মিয়া (৪০)। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান রংপুরের দিকে যাচ্ছিলো। পিকআপে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। সকাল ৬টার দিকে পিকআপটি ফাঁসিতলায় বাজারে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমিুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমরে মুচরে উল্টে যায়। এতে পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়।

এ সময় ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে আবদুল কুদ্দুস মারা যান। ময়েজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  চালকসহ পিকআপের চার যাত্রী আহত হন। গুরুতর আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, হতাহতরা ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে পিকআপ নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App