×

খেলা

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৩:০৪ এএম

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনাল

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে নেন লুকে শ

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনাল

সমতাসূচক গোল করার পর বুনুচ্ছির উল্লাস

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনাল
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনাল

সমতাসূচক গোল করার পর বুনুচ্ছির উল্লাস

ওয়েম্বলিতে ইতালি ইংল্যান্ড ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের খেলা ১-১ গোলের ড্র হওয়ার ফলে ম্যাচ অতিরক্ত ৩০ মিনিটে গড়িয়েছে। ১৫+১৫ =৩০ মিনিটে কোন গোল না হলে ম্যাচের ভাগ্য ফয়সালার জন্য টাইব্রেকারের আশ্রয় নেয়া হবে। এখানে যারা গোল করতে সমর্থ হবে তারাই শিরোপা জিতবে।

আজ ফাইনালে মাত্র দুই মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর সমতায় ফিরে ইতালি। কর্নার কিক থেকে ভেসে আসা বলে আলতো ছোয়ায় বল জালে পাঠান ইতালি ডিফেন্ডার লিওনার্দো বুনুচ্ছি।

[caption id="attachment_296167" align="aligncenter" width="768"] ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে নেন লুকে শ[/caption]

স্বপ্নের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এর আগে কখনোই ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণি ম্যাচে খেলা হয়নি তাদের। সর্বোচ্চ ১৯৬৮ ও ১৯৯৬ সালে দুবার সেইফাইনালে খেলেছিল তারা। ইতালির জন্য অবশ্য এই ফাইনাল নতুন কিছু নয়। এর আগেও তিনবার ফাইনাল খেলেছে তারা, শিরোপা জিতেছে একবার। ২০০০ সালের পর ২০১২ সালেও রানার্স আপ হয়েছিল আজ্জুরিরা। টান্টান উত্তেজনার এ ম্যাচে নিজেদের মাঠে ওয়েম্বলিতে দুই মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইংলিশরা। কেইরন থ্রিপিয়ারের পাস থেকে উড়ে আসা বলে দুর্দান্ত শট নেন ডিফেন্স থেকে দৌড়ে আসা লুকে শ। তার শট ইতালি গোলরক্ষক জিয়ানলুইগি ডোন্নারুমা বুঝে ওঠার আগেই ইংল্যান্ডের লিড ১-০ গোলে। প্রথমার্ধে অবশ্য ইংল্যান্ড একটিই আক্রমণ করেছে, ইতালি পোস্ট বরাভর তিনটি শট নিলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App