×

স্বাস্থ্য

সিনোফার্মের সোমবার, মর্ডানার টিকা প্রয়োগ শুরু বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৪:০১ পিএম

সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে আগামীকাল সোমবার। এ ছাড়া কোভ্যাক্সের আওতায় দেশে আসা মর্ডানার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে প্রয়োগ শুরু হবে পরদিন বুধবার (১৪ জুলাই)।

রবিবার (১১ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনার টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। তাঁরা বর্তমানে ঢাকার সাতটি কেন্দ্র থেকে ফাইজারের টিকা নিচ্ছেন। এখন তাঁরা নিজ নিজ বিভাগের সিটি করপোরেশন থেকে টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না।

গত ৩ জুলাই সকাল পর্যন্ত চারটি ফ্লাইটে ৪৫ লাখ ডোজ টিকা এসেছে দেশে। এর মধ্যে মর্ডানার ২৫ লাখ টিকা।

   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App