×

সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের গাছ কাটায় বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৯:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের গাছ অবৈধভাবে কাটার সময় বাধা দেওয়ায় এক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধর করা হয়েছে। এ সময় ওই কর্মকর্তার নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

আহত  ভূমি কর্মকর্তারা হলেন, মনিয়ন্দ ইউনিয়ন ভূমি  সহকারি কর্মকর্তা মো. সারোয়ার উর আলম। এ ঘটনায়  চারজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিলায়েত আলী নামে একজনকে আটক করেছে।

জানা যায়, দুপুরের দিকে সরোয়ার উর আলম খলাপাড়া আশ্রয়ন প্রকল্পের   কাজ তদারকি  করতে যায়। এসময় এই গ্রামের বিলাত আলী ও তার লোকজন কোনো ধরনের অনুমতি না নিয়ে আশ্রয়ন প্রকল্পের কয়েকটি গাছ কাটতে শুরু করে । বিষয়টি নজরে আসলে তিনি তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার উপর  আক্রমন করে।

আহত সরোয়ার উর আলম জানান, গাছ কাটায় বাধা দেওয়ায় তারা আমাকে আক্রমণ ও মারধর করে। তারা আমার একটি মোবাইল ফোন সেট ও নগদ ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। আমি কোনোভাবে প্রাণ রক্ষা পাই।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন,  ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App