নিজেদের মাটিতেই কোপা আমেরিকার কাপটা হাতছাড়া হলো নেইমার জুনিয়রের। আন্তর্জাতিক মঞ্চে এখনও কোনো তেমন কোনো শিরোপাও নেই সময়ের তৃতীয় সেরা খেলোয়াড়ের। কান্না তো তাই স্বাভাবিকই। মেসির আর্জেন্টিনার বিপক্ষে আজ রবিবার ১-০ গোলে হারার পর নেইমার কেঁদেছেনও। পরে আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে হাসিতেও মেতেছেন তিনি।
মারাকানার ফাইনালের আগে নেইমার বলেছিলেন তারা আর্জেন্টিনাকে ফাইনালে হারাবেন। নেইমারের তরফ থেকে কথাটা ছিল এক প্রকার নিশ্চিত করেই। মাঠের খেলায় হলো তার উলটো। শিরোপা জিতেছে মেসির দল। পাশাপাশি তাদের দীর্ঘ দিনের অপেক্ষার প্রহরও শেষ হয়েছে। মেসিরা আনন্দে ভাসলেও নয়ন জলে পুড়ছেন নেইমার। গতবার তার দল যখন কোপা জিতেছে তখন স্কোয়াডে ছিলেন না তিনি। এবার দলে থেকেও ফাইনাল থেকে অতৃপ্তি নিয়ে বিদায় নিতে হয়েছে তাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।