×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ হাইতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৩:৩৫ পিএম

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ হাইতির

সন্ত্রাসী হামলায় প্রেসিডেন্ট জোভানাল মইসি নিহত হওয়ার পর এ অনুরোধ জানালো। ছবি: বাসস

হাইতি তাদের দেশের বিভিন্ন স্থল ও নৌবন্দর, বিমানবন্দর এবং কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানের নিরাপত্তা নিশ্চিতে  সহায়তা করতে ওয়াশিংটন ও জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছে। প্রেসিডেন্ট জোভানাল মইসি সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনে নিহত হওয়ার পর তারা এ অনুরোধ জানালো। শুক্রবার সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী মথিয়াস পিরি এএফপি’কে বলেন, মইসি বুধবার নিহত হওয়ার পর ‘আমরা ধারণা করছি যে ভাড়াটে বিদেশি সৈন্যরা দেশে বিশৃংখলা সৃষ্টি করতে কিছু অবকাঠামো ধ্বংস করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাথে কথা বলার সময় আমরা এই অনুরোধ জানিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App