×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারে উদ্ধার করা হলো ঘোড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১০:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারে উদ্ধার করা হলো ঘোড়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে ঘোড়াটি।

কংক্রিটের মাঝে আটকে পড়া একা ঘোড়াকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘোড়ার পিঠে চড়ে এক ব্যক্তি বের হয়েছিলেন। এমন সময় ঘোড়াটি হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে অস্থির আচরণ করতে থাকে। ওই ব্যক্তি নিরাপদে নেমে গেলেও ঘোড়াটি পালিয়ে যায়। পরে ঘোড়াটিকে চারদিকে ছড়িয়ে থাকা কংক্রিটের মাঝে একটা গর্তে আটকে থাকতে দেখা যায়।

ঘোড়াটির খোঁজ পেয়ে পশু চিকিৎসকসহ কয়েকজন উদ্ধারকর্মী ঘোড়াটি উদ্ধার করতে যায়। উদ্ধার অভিযান শুরুর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেওয়া হয় অবসন্ন করার ইঞ্জেকশন দেওয়া হয়। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

ঘোরাটির বয়স প্রায় আট বছর। উদ্ধারের পর ঘোরাটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App