×

খেলা

ব্রাজিলীয়রাই চায় কোপা উঠুক মেসির হাতে, তীব্র ক্ষোভ নেইমারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১১:০২ এএম

ব্রাজিলীয়রাই চায় কোপা উঠুক মেসির হাতে, তীব্র ক্ষোভ নেইমারের

মেসি ও নেইমার।

খেলা হচ্ছে ব্রাজিলে। ফাইনালে উঠেছেও ব্রাজিল। কিন্তু খোদ সেই দেশেই সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপা আমেরিকা ফাইনালে। ট্রফি কাপ উঠুক লিয়োনেল মেসির হাতে। সেই সমর্থকদের চূড়ান্ত সমালোচনা করলেন নেইমার।

আগামী (১১ জুলাই) রবিবার ভোরে আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অপরের মুখোমুখি হবে। ঐতিহ্যশালী মারাকানা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। যদিও তা দেখতে হাজির থাকতে পারবেন না কোনও দর্শক।

ব্রাজিলের জনপ্রিয় এক টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলি আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন। লিখেছেন, রাস্তায় আমার দিকে পাথর ছোঁড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ আমি ফুটবল ভালবাসি এবং মনে করি লিয়োনেল মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত।

নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, আমি ব্রাজিলীয় হিসেবে গর্বিত। আমার স্বপ্ন শুধু ব্রাজিল দলটাকে ঘিরেই। সমর্থকদের সঙ্গে জয়ের পর গান গাইতে ভাল লাগে। ব্রাজিল যেখানেই থাকুক না কেন, সেটা কোনও সুন্দরীদের প্রতিযোগিতা হোক বা অস্কার, আমি কোনওদিন ব্রাজিলকে আক্রমণ করিনি, কোনওদিন করবও না।

নেইমারের সংযোজন, দেখে খারাপ লাগে যে অনেক ব্রাজিলীয়, বিশেষত সংবাদমাধ্যম মানুষরা আমাদের বিরুদ্ধে কথা বলে এবং ব্রাজিলকে জিততে দেখতে চায় না। দেশের জন্য কোনও গর্ব হয় না ওদের। যত কঠিন পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, ব্রাজিলের খেলা সমর্থকদের শক্তি এনে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App