×

খেলা

জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৫:৩২ পিএম

জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ 

জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

হারারে টেস্টে আজ শনিবার চতুর্থ দিন বেশ সতর্ক হয়ে ব্যাটিং করছে টাইগাররা। নিজেদের পরিকল্পনামতোই এগোচ্ছে মুমিনুল বাহিনী। স্বাগতিক জিম্বাবুয়েকে বড় লিড দিতে দ্রুত রান তুলছেন সফরকারী ব্যাটসম্যানরা। এমনকি আজ টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি ১৮০ বলে ৭টি চার হাঁকিয়ে শতক পূর্ন করেছেন। এর আগে দুটি হাফ সেঞ্চুরি থাকলেও এবার তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেলেন তিনি। তাছাড়া সাদমানকে ভালোই সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সাদমানের পরেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। তিনি ১০৯ বলে ৫ চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১০১ রান করেন। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬৬ ওভারে ২৬১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সফরকারীরা ৪৫৩ রানের লিড পেয়েছে। এখন উইকেটে অপরাজিত আছেন সাদমান ১১৩ ও নাজমুল হোসেন শান্ত ১১০ রান।

এছাড়া সাদমান সেঞ্চুরি তুলে নিলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি মিস করেছেন সাইফ হাসান। তিনি আজ ৭ রানের জন্য হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ হাসান আজ দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করে আউট হন। এদিন প্রতিশ্রুতিশীল ইনিংসটি সেখানে থামিয়ে দেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। তার অফস্টাম্পের বাইরের বল কাট করেছিলেন সাইফ। পয়েন্টে দারুণ ক্যাচ নেন ডিনো মায়ার্স।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App