×

খেলা

কোপা আমেরিকায় তৃতীয় স্থান কলম্বিয়ার, চতুর্থ পেরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১০:৪৫ এএম

কোপা আমেরিকায় তৃতীয় স্থান কলম্বিয়ার, চতুর্থ পেরু

কলম্বিয়ার প্রথম গোলদাতা কুয়াদ্রাদোকে সতীর্থদের অভিনন্দন।

আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনালের আগে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ শনিবার পেরুকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়া। এই জয়ের ফলে ল্যাটিন আমেরিকার এই টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করলো কলম্বিয়া। দলের জয়ে জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। কলম্বিয়ার অন্য গোলটি হুয়ান কুয়াদ্রাদোর। পেরুর দুটি গোল ইউওশিমার ইউওটুন ও জিয়ানলুকা লাপাডুলার।

ব্রাজিলের ন্যাসিওনাল ডি ব্রাসিলিয়া স্টেডিয়ামে ইউওটুনের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার উপলক্ষ পেয়েছিল পেরু। কিন্তু ইউওটুন সুযোগ মিস করায় লিড নেয়া হয়নি গতবারের রানার্স আপ দলটির। অবশেষে ৪৫তম মিনিটে সেই ইউওটুনই গোল এনে দেন পেরুকে। বিরতির চার মিনিট বাদে একক দক্ষতায় কলম্বিয়াকে সমতায় ফেরান কুয়াদ্রাদো। ৬৬তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ফলে জয়ের পাল্লা ক্রমশ ঘেষছিল কলম্বিয়ার দিকে। কিন্তু ৮২তম মিনিটে পেরুকে সমতায় নিয়ে আসেন লাপাডুলা। অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম সময়ে কলম্বিয়ার নায়ক হিসেবে আবির্ভুত হন দিয়াজ। লুইস মুরিয়েলের পাস থেকে কলম্বিয়াকে ৩-২ গোলের জয় এনে দেন তিনি। আগামীকাল রবিবার ভোর ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App