×

সারাদেশ

লালমনিরহাটে বিপদ সীমার উপরে তিস্তার পানি প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১২:৩৩ এএম

লালমনিরহাটে বিপদ সীমার উপরে তিস্তার পানি প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা ব্যারাজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গে প্রবলবৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর পানি রাত ১২টার দিকে বিপদসীমার ৩০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯টার পর তিস্তা ব্যারাজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার ২০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে রাত ১২ টায় পানি বেড়ে ৩০ সে. মি. বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর পানি জেলার ৪ উপজেলা নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে।

তিস্তা ব্যারাজের ভাটিতে প্রথমে পানি প্রবেশ করে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন সহ ৬টি ইউনিয়নে কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে বলে কথা বলে জানা গেছে।

তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী জানান, ভারত থেকে পানি ধেয়ে বাংলাদেশের দিকে আসছে। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে পানি আরও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App