×

খেলা

কোপায় মোট কত গোল, সবথেকে বেশি গোল কার- দেখে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৯:৩৫ পিএম

কোপায় মোট কত গোল, সবথেকে বেশি গোল কার- দেখে নিন

কোপার ট্রফি। ছবি: সংগৃহীত

একেবারে শেষ লগ্নে কোপা আমেরিকা ২০২১। গ্রুপের উত্তেজক লড়াইয়ের পর সেমিফাইনাল পর্যন্ত নক-আউটের ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক এ পর্যন্ত কোপার দলগত ও ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। খবর হিন্দুস্তান টাইমসের।

১. ২৮টির মধ্যে ২৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে তৃতীয় স্থান নির্নায়ক ও ফাইনাল ম্যাচ।

২. ২৬টি ম্যাচে মোট গোল হয়েছে ৫৯টি।

৩. গড়ে ম্যাচ পিছু গোল হয়েছে ২.২৭টি।

৪. প্রতি ৩৯.৬ মিনিটে ১টি করে গোল হয়েছে টুর্নামেন্টে।

৫. ১১টি ম্যাচে উভয় দলই গোল করেছে।

৬. ১৭টি ক্লিন শিট দেখা গিয়েছে।

৭. ৪৬ শতাংশ গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ৫৪ শতাংশ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।

৮. ম্যাচের ৩১ থেকে ৪০ মিনিটের মধ্যে সবথেকে বেশি ১৫ শতাংশ গোল হয়েছে।

৯. ম্যাচ প্রতি গড়ে ২৪.০৪টি করে শট নেওয়া হয়েছে।

১০. সবথেকে বেশি ৪টি গোল করেছেন লিওনেল মেসি।

১১. সবথেকে বেশি ৫টি গোলের পাস বাড়িয়েছেন লিওনেল মেসি।

১২. গোলকিপার হিসেবে সব থেক বেশি ৩টি করে ম্যাচে গোল খাননি মার্টিনেজ, নেস্টন, এডারসন ও রামিরেজ।

১৩. সবথেকে বেশি ১২টি গোল করেছে ব্রাজিল।

১৪. সবথেকে বেশি ১১টি গোল হজম করেছে পেরু।

১৫. সবথেকে বেশি ৪টি ম্যাচে গোল খায়নি ব্রাজিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App