×

সারাদেশ

কমতে শুরু করেছে তিস্তার পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১২:৫৯ পিএম

কমতে শুরু করেছে তিস্তার পানি

ছবি: ভোরের কাগজ

তিস্তা ব্যারেজের দোয়ানি নদীর পানি কমতে শুরু করেছে তিস্তার পানি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।

গত কয়েক দিন ধরে উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে বৃহস্পতিবার রাত ১১টায় তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ শুক্রবার তা কমে এসেছে।

পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল ।

পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তার তীরবর্তী হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, সিংগিমারী পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে চরাঞ্চলের সবজিও ভুট্টাসহ ফসলের ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App