×

জাতীয়

১৭ জুলাই থেকে কোরবানির পশু বহনে ২ জোড়া ক্যাটল ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৭:৩০ পিএম

১৭ জুলাই থেকে কোরবানির পশু বহনে ২ জোড়া ক্যাটল ট্রেন

ফাইল ছবি

করোনা মহামারীতে লকডাউনে কোরবানির পশু ব্যবসায়ীদের সুবিধার্থে ২ জোড়া ক্যাটল ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। ক্যাটল ১ ট্রেনটি ১৭-১৯ জুলাই গরু/ পশু নিয়ে খুলনা থেকে দুপুর ১টায় ছেড়ে তেজগাঁও রেলস্টেশনে পৌছাবে ভোর আড়াইটায়। সেটি আবার ক্যাটল ২ হয়ে পরের দিন ভোর ৪ টায় খুলনার উদ্দেশ্য রওনা দিয়ে খুলনা স্টেশনে দুপুর ১ টায় পৌছে পুনরায় পশু নিয়ে ফিরে আসবে।

এদিকে চাপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল ৩ ট্রেনটি বিকেল সাড়ে ৪ টায় ঢাকার তেজগাঁও স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ভোর আড়াইটে পৌছাবে। পরের দিন ট্রেনটি ক্যাটল ৪ নম্বর হয়ে সকাল ৫ টা নাগাদ চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পুনরায় ট্রেনটি চাপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪ টায় পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এভাবে ১৯ জুলাই পর্যন্ত ২ জোড়া ক্যাটল স্পেশাল খুলনা ও চাপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু নিয়ে ঢাকায় আসবে বলে গতকাল  রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং কর্মকর্তা আবুল আওয়াল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে পশু ব্যবসায়ী বা খামারীদের প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালাবে রেলওয়ে। প্রতিটি গরুর বহন বাবদ মাত্র ৫০০ টাকা খরচ পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App