×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে লাশ আটকে চাঁদা দাবি, তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৮:৪৫ এএম

ময়মনসিংহ মেডিকেলে লাশ আটকে চাঁদা দাবি, তদন্ত কমিটি গঠন

করোনা রোগীর লাশ আটকে চাঁদা দাবি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাশসহ অ্যাম্বুলেন্স আটকে রেখে চালকদের কাছে চাঁদা দাবির অভিযোগ পোওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

পরে বুধবার (৭ জুলাই) বিকেলে কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত লাশ আটকে রাখার অভিযোগের বিষয়টি অত্যন্ত অমানবিক। ঘটনাটি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট জমা হওয়ার পর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ছাত্রলীগ নেতাকর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান ভূঁইয়া। তিনি তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, রাজনৈতিক পরিচয়ে লাশ জিম্মি করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদার দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি অনুপম সাহার অনুসারী পরিচয়ে একদল নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অ্যাম্বুলেন্স চালকদের চাবি ছিনিয়ে নেন। অ্যাম্বুলেন্সের ভেতর ও বাইরে ট্রলিতে ছিল করোনায় মৃত ব্যক্তিদের লাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App