×

শিক্ষা

জাবিতে নির্মাণধীন হলে চুরি করতে এসে একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:১৩ পিএম

জাবিতে নির্মাণধীন হলে চুরি করতে এসে একজনের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে নির্মাণ সরঞ্জাম চুরি করতে এসে একজনের মৃত্যু হয়। ছবি: ভোরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ২২ নং ছাত্র হলে নির্মাণ সরঞ্জাম চুরি করতে এসে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অলিউর রহমানের (২৩) বাবার নাম তাইজুদ্দিন তাজু। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে । নিহতের পিতা একজন ঝালমুড়ি বিক্রেতা।

এ ঘটনায় ২২ নং হলের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনষ্ট্রাকশনের ম্যানেজার মো. খোকন মিয়া ভোরের কাগজকে বলেন, সকালে ২২ নং ছাত্র হলের মেঝেতে একটি লাশ দেখতে পাই আমরা। তখন সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই বুধবার রাত তিনটার দিকে তিনজন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২নং হলে প্রবেশ করে। পরে তারা লোহার কিছু সরঞ্জাম চুরি করে বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। এরপর তিনটা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে একজন লোক পড়ে রয়েছে। তবে বাকি দুইজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি তাকে স্থানীয় লোকজন চিনতে পেরেছে। আর সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি তারা একটি সংঘবদ্ধ গ্রুপে এসে এক দফা কিছু নির্মাণসামগ্রী চুরি করে পুনরায় ভেতরে প্রবেশের পর এ ঘটনা ঘটে।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App