×

জাতীয়

'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৪:৫৮ পিএম

'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘অসমাপ্ত আত্নজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্নজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধনমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৮ সালে এ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়, যা পোস্টার উদ্বোধনের মাধ্যমে প্রকাশ পেলো। এটি নির্মাণে চিত্রনাট্য ও পরিচালক (ক্রিয়েটিভ) হিসেবে রয়েছেন জুয়েল মাহমুদ, শিল্প নির্দেশনায় প্রয়াত সেলিম আহমেদ, চিত্র গ্রাহক সাহিল রনি, সম্পাদনা মনির হোসেন ও সঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা। হায়দার ইন্টারপ্রাইজ লিমিটেডের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে।

অভিনেতা আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, ম আ সালাম, বাপ্পী সরদারসহ আরও অনেকে অভিনয় করেছেন এ চলচ্চিত্রে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App