×

সারাদেশ

আলফাডাঙ্গায় উদ্ধার হলো বিরল প্রজাতির তক্ষক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১১:৪৭ পিএম

আলফাডাঙ্গায় উদ্ধার হলো বিরল প্রজাতির তক্ষক!

উদ্ধার হওয়া বিরল প্রজাতির তক্ষক। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৮জুলাই) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার এসআই কাদেরের নেতৃত্বে টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে গত মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি একটি ব্যাগে ভরে সেটি গাছে ঝুলিয়ে রেখেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। এ সময় তক্ষকসহ ব্যাগটি উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ১৩ ইঞ্চি লস্বা। প্রাণীটির কথিত মূল্য এক শ’ কোটি টাকা বলে জানা গেছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সামনে প্রাণীটিকে অবমুক্ত করা হয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App