×

আন্তর্জাতিক

আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১০:৫৬ এএম

আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

আদালতের দেওয়া কারাদণ্ড ভোগ করতে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

বুধবার (৭ জুলাই) মধ্যরাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই এক কারাগারে এ দণ্ড ভোগ করতে গিয়েছেন তিনি। খবর বিবিসির।

এরআগে দেশটির কোনও প্রেসিডেন্টের কারাভোগের ঘটনা ঘটেনি। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়।

জুমা ফাউন্ডেনের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জুমা কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন। জুমার মেয়ে দুদু জুমা-সাম্বুদলাও বাবার কারাগারে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৯ বছর ধরে ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে। এ অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

প্রেসিডেন্ট জুমাকে গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য আদালতে তলব করা হয়। তবে তিনি হাজির হননি। এ কারণে আদালত অবমাননার দায়ে তাকে ১৫ মাস কারাবাসের দণ্ড দেওয়া হয়।

জুমা বারবারই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি রাজনৈতিক চক্রান্তের স্বীকার বলে দাবি করেছেন। ২০১৮ সালে পদত্যাগের মধ্য দিয়ে তার শাসনামলের অবসান হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App