×

সারাদেশ

রামেকের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৯:১২ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ২০ জনের মৃত্যু হয়। তবে আগেরদিন মঙ্গলবার মারা যান ১৯ জন। এছাড়া গত জুন মাসের ৩০ দিনে মোট মৃতের সংখ্যা ছিল ৩৫৫ জন। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত এ ২০ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র দুই জন। আর বাকি ১৮ জনের মধ্যে ১৭ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। এছাড়া একজন মারা গেছেন করোনা নেগেটিভ থাকার পরও। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন। এছাড়া পাবনার ৪ জন ও নওগাঁর তিনজন। আর চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুইজন করে চারজন এবং কুষ্টিয়া ও মেহেরপুর জেলার একজন করে দুইজন রয়েছেন। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭০। এদের মধ্যে ২০৮ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা বেড়ে ৪৫৪ টিতে উন্নীত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ৪০৫ থেকে বেড সংখ্যা ৪৫৪টি করা হয়েছে। তবে চিকিৎসার পরিধি আরো বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App