×

সারাদেশ

নবীগঞ্জে লকডাউনে জমে উঠেছে পশুর হাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৩:৫০ পিএম

নবীগঞ্জে লকডাউনে জমে উঠেছে পশুর হাট

হবিগঞ্জের সালামতপুর পৌর পশুর হাট।

কঠোর লকডাউনের মাঝেও জমে উঠেছে নবীগঞ্জ সালামতপুর পৌর পশুর হাট। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। ক্রেতা-বিক্রেতারা মাস্কবিহীন অবস্থায় অবাধে পশু কেনাবেচা করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।

এছাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামের মানুষ রয়েছে আতঙ্কের মাঝে। যদিও ইজারাদার শহরে মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট বসার ঘোষণা দিলেও বাস্তবে এর কোন মিল পাওয়া যায় নি। মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকেই নবীগঞ্জ শহরতলীর সালামতপুর এলাকায় বসে পৌর পশুর হাট। সকাল থেকেই হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমে ওই বাজারে।

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকার প্রথমে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। পরে সময় বর্ধিত করে ১৪ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সারাদেশের ন্যায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা ও আর্থিক জরিমানা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে কঠোর অবস্থানে প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App