×

সারাদেশ

দিরাইয়ে প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় প্রাণ হারাল বৃদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৩:৩৪ পিএম

দিরাইয়ে প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় প্রাণ হারাল বৃদ্ধ

অভিযুক্ত গোলাম রব্বানী

সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (৭ জুলাই) ওই বৃদ্ধের লাশ নদীতে ভেসে উঠে। নিহত বদিউজ্জামান একজন ফেরিওয়ালা ছিলেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় (৬ জুলাই) স্পিডবোটের ধাক্কায় নৌকা ডুবে একজন বৃদ্ধ নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়া ব্যক্তি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে বাড়ি।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের শাহপরান বাজারের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হ্যারাচ্যাপ্টি নদীতে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন শাহপরান বাজার থেকে নিজের ছোট নৌকাযোগে একা বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী আটপুরিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী তার বেপরোয়া গতির স্পিডবোট ওই নৌকার উপরে তুলে দিলে বদিউজ্জামানসহ নৌকাটি তলিয়ে যায়।

ওই দিন খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস বদিউজ্জামানকে উদ্ধারের চেষ্টা করে তারা ব্যর্থ হন। পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ নদীতে ভেসে উঠে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বুধবার সকালে খবর পেয়েছি স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ হওয়া বদিউজ্জামানের লাশ পাওয়া গেছে। অভিযুক্তকে আটক করতে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App